পটুয়াখালীর গলাচিপায় মো. সাইফুল ইসলাম (৩২) নামের এক জেলের জালে উঠে এলো প্রায় ২০০ বছরের জলপাইরঙ্গা সামুদ্রিক কাছিম। আজ রবিবার সকালে আগুনমুখা নদীতে সাইফুলের জালে আটকা পড়ে কাছিমটি। পরে বিকেল ৪টার দিকে আগুনমুখা নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়। এর ওজন ছিল প্রায় ৫০ কেজি। গলাচিপা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল হাওলাদারের ছেলে মো: সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ইলিশ মাছ ধরার জন্য জোয়ারের সময় আগুনমুখা নদীতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে ইলিশের জাল ফেলি। ভোরে তিন জন মিলে ওই জাল তোলার সময় কাছিমটি ধরা পড়ে। কাছিমটি জাল থেকে তোলার সময় অর্ধলক্ষ টাকার জাল ছিড়ে যায়। এ সময় কাছিমটি লোন্দা স্লুইস গেটে আনা হলে শত শত লোক এক নজর দেখার জন্য ভিড় করে। এ সময় এ্যানিমল লাভার্স অব পটুয়াখালী ও প্রাণীকল্যাণ পরিবেশবাদী সংগঠনের গলাচিপা উপজেলার টিম লিডার মো: সোহেল হোসেন রাসেল খবর পেয়ে সেখানে উপস্থিত হন। গলাচিপা পক্ষীয়া বন বিভাগের বিট অফিসার মো: জামাল হোসেন বলেন, আমার ২৪ বছরের চাকরির জীবনে এত বড় সামুদ্রিক কাছিম আর দেখিনি। জলপাইরাঙ্গা কাছিম বাংলাদেশে পান্না কাছিম নামেও পরিচিত বলে জানান তিনি। গলাচিপা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন বলেন, পানপট্টি সংলগ্ন আগুনমুখা নদীতে ট্রলারে করে নদীর মাঝখানে কাছিমটি অবমুক্ত করা হয়।
0 Comments
Your Comment