৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার চালু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রবিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। মো. সালাহউদ্দীন বলেন, রবিবার ভোর পৌনে ৫টা থেকে নৌপথ দেখা না গেলে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমতে থাকলে সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এখন ১২টি ফেরি দিয়ে বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news