পদ্মা নদীতে কমেছে কুয়াশার ঘনত্ব। এর ফলে ছয় ঘণ্টা পর ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, রাত দুইটার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙ্গর করে। সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং যানবাহন আনলোড করেছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। ওই ট্রাকগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
0 Comments
Your Comment