৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থল বন্দরের কার্যক্রম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সকল প্রকার কার্যক্রম ও পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল। বন্দর কর্তৃপক্ষের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠিতে বলা হয়, শবে-ই-কদর, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী ৬ এপ্রিল শনিবার হতে ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৫ এপ্রিল সোমবার থেকে যথারীতি পূর্বের ন্যায় সকল প্রকার কার্যক্রম পরিচালিত হবে। এ ব্যাপারে সোনাহাট স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোফাজ্জল হোসেন আসন্ন ঈদে বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news