খাতুনগঞ্জে নতুন রূপে বাজার সিন্ডিকেট

দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে নতুন রূপে আবির্ভাব হয়েছে বাজার কারসাজি সিন্ডিকেট। তারা রমজান মাস সামনে রেখে অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ছোলা, মটর, পিঁয়াজসহ নানান ধরনের পণ্যের দাম বৃদ্ধি করে চলেছে। এরই মধ্যে কোনো কোনো পণ্যের দাম কেজিপ্রতি কয়েকগুণ বেড়েছে। ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম নাজের হোসাইন এ বিষয়ে বলেন, ‘বিগত দু-এক বছর ধরে দেখা যাচ্ছে রমজান শুরু হওয়ার দুই তিন মাস আগে রমজানের অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। রমজান এলে সামান্য পরিমাণ কমানো হয়। যাতে সাধারণ চোখে মনে হয় ভোগ্যপণ্যের দাম কমেছে।

0 Comments

Your Comment