ঈদ, পয়লা বৈশাখসহ যেকোনো অনুষ্ঠানে অনেক নারী পছন্দ করে থাকেন টাঙ্গাইলের তাঁতের শাড়ি। ঈদে তাঁতের শাড়ির বেচাকেনা এখনো তেমন জমে ওঠেনি। রোজার শেষ ১০ দিনের মধ্যেই শাড়ি বেচাকেনা জমে উঠবে। ঈদ ও পয়লা বৈশাখ একসঙ্গে ও কাছাকাছি হওয়ায় তাঁতের শাড়ি ভালো বিক্রি হবে। এবার দুই উৎসবকে ঘিরে অনন্ত ৩০০ কোটি টাকার তাঁতের শাড়ি বিক্রির আশা করছে তাঁত মালিকরা ও ব্যবসায়ীরা। টাঙ্গাইলের তাঁতের শাড়ি সংশ্লিষ্ট শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের সবাই আশা করছেন, রোজার শেষ ১০ দিন ঈদের ভালো বেচাকেনা হবে ও পয়লা বৈশাখের উৎসব সামনে রেখে দীর্ঘদিনের ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে পারবেন তারা। এ দুই উৎসবে এবার প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার শাড়ি ও তাঁতের নানা পোশাক বিক্রির আশা করছে টাঙ্গাইল চেম্বার অব কমার্স। দেশের পাশাপাশি অন্য দেশেও রপ্তানি হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। গত বছর ঈদ ও পূজা উপলক্ষে ভারতে রপ্তানি হয়েছিল টাঙ্গাইলের ৭৪ লাখ পিস শাড়ি। এবার রপ্তানি হয়েছে ৭৫ লাখ পিস শাড়ি। আর এ কারণেই ব্যস্ততা বেড়েছে টাঙ্গাইলের তাঁত পল্লীতে। আলো-আঁধারময় ছোট-বড় তাঁত শাড়ির কারখানায় দিনরাত বুননের কাজে ব্যস্ত সময় পার করছেন নানা ধাপের কারিগররা। ভোর থেকে গভীর রাত অবধি চলছে মাকু আর শানার শব্দ। তাঁতির হাত ও পায়ের ছন্দে তৈরি হচ্ছে এক একটি বর্ণিল শাড়ি। গরমের কথা বিবেচনায় রেখে এবার শাড়িতে এসেছে বৈচিত্র্য আর নতুনত্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁত পল্লীতে আসা-যাওয়া করছেন ক্রেতা-ব্যবসায়ীরা। সরেজমিন দেখা যায়, এখানে তাঁত পল্লীগুলোতে ৬০০ থেকে ২৫ হাজার টাকা দামের সুতি শাড়ি বিক্রি হচ্ছে। জামদানি, হাফ সিল্ক, মসলিন, অ্যান্ডি সিল্ক ও সফট সিল্ক বিক্রি হচ্ছে ১ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত। তাঁত শ্রমিক গোর সেন জানালেন, একটা শাড়ি তৈরিতে দুই দিন সময় লাগে। আমরা বর্তমানে পৌনে ৭০০ টাকা মজুরি পাচ্ছি। এ দিয়ে আর সংসার চলে না। এ পেশা যে ছেড়ে দেব, তাও তো সম্ভব না। অন্য কোনো কাজ পারি না। পেটের তাগিদে এ পেশা ধরে রেখেছি। মহাজনে ঠিকমতো কাপড় বিক্রি করতে পারলে আমাদের কাজ দেয়। আর বিক্রি করতে না পারলে আমাদের কাজ দেয় না। এভাবেই চলছে।
0 Comments
Your Comment