ঢাকার বাজারেও কমেছে পিঁয়াজের দাম

হঠাৎই রাজধানী ঢাকার বাজারেও কমেছে পিঁয়াজের দাম। নতুন হালি পিঁয়াজের সরবরাহ বাড়তে থাকায় খুচরা বাজারে পিঁয়াজের দাম প্রতি কেজিতে অন্তত ৩০ টাকা কমেছে। অথচ রোজা শুরুর আগেও পিঁয়াজের দাম বাড়ছিল। বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার তখন ভারত থেকে পিঁয়াজ আমদানি করার বিশেষ উদ্যোগও নিয়েছিল। আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার ও শ্যামবাজার এবং উত্তর বাড্ডা পাইকারী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নতুন পিঁয়াজের মৌসুম শুরু হওয়ায় বেড়েছে পিঁয়াজের সরবরাহ। ফলে দাম কমে পাইকারি বাজারে মানভেদে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকার মধ্যে। খুচরা বাজারে এই পিঁয়াজের দাম পড়ছে ৬০ থেকে ৭০ টাকার মতো। দরদাম করে নিলে আরও কিছুটা কমে মিলছে পিঁয়াজ। আর কারওয়ান বাজারের মতো বড় বাজার থেকে পাঁচ কেজি হিসেবে কিনলে প্রতি কেজির দাম পড়ছে ৫৫ টাকার মতো। এক সপ্তাহ আগে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। কারওয়ান বাজারের এক পিঁয়াজ ব্যবসায়ী বলেন, ভারত থেকে পিঁয়াজ আসবে শুনে কৃষকেরা দ্রুত পিঁয়াজ উঠিয়ে বিক্রি করতে শুরু করেছেন। এর ফলেই বাজারে সরবরাহ বেড়েছে এবং পিঁয়াজের দামও কমে এসেছে। রোজায় সাধারণত পিঁয়াজের চাহিদা বাড়ে। এবারের রোজার ঠিক আগে বাজারে মুড়িকাটা পিঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে ছিল। তবে সময়মতো বাজারে হালি পিঁয়াজের সরবরাহ বাড়তে থাকায় এখন দাম দ্রুত কমে যাবে বলে মনে করছেন পিঁয়াজের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। টিসিবির বাজারদর প্রতিবেদন অনুসারে, ঢাকার বাজারে এখন প্রতি কেজি দেশি পিঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা। এক সপ্তাহ আগে এই দাম ছিল ৯০ থেকে ১১০ টাকা। গত এক মাসের ব্যবধানে বাজারে পিঁয়াজের দাম কমেছে ৪১ শতাংশের মতো।

0 Comments

Your Comment