পাঁচদিনে সোনা মসজিদ দিয়ে এল ৯৯৭ মেট্রিক টন পিঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাঁচদিনে ৯৯৭ মেট্রিক টন পিঁয়াজ এসেছে। মঙ্গলবার বিকালে পানামা পোর্ট লিংকের ম্যানেজার মো. মাইনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ৯ মে থেকে স্থলবন্দর দিয়ে পিঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবারও পাঁচটি ভারতীয় ট্রাকে করে ১০০ মেট্রিক টন পিঁয়াজ বন্দরে এসেছে। সোনা মসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ বলেন, ৯ মে থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৯৯৭.৪০ মেট্রিক টন পিঁয়াজ এসেছে। পর্যায় ক্রমে আরও আসবে। এর আগে ৪ মে থেকে পিঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। পরে ৫ মে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন ব্যবসায়ীরা।

0 Comments

Your Comment