পাঁচদিন পর খালাস হলো ভারত থেকে আসা ৯০ টন পিঁয়াজ

যশোরের বেনাপোল স্থলবন্দরে পাঁচদিন আটকে থাকার পর খালাস হয়েছে ভারত থেকে আমদানি করা ৯০ টন পিঁয়াজ। এই পিঁয়াজ আমদানি করেছে বাংলাদেশের সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। সোমবার সন্ধ্যায় বেনাপোল বন্দরে পিঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়। জানা গেছে, গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার টিসিবির আমদানি করা ৯০ টন পিঁয়াজের চালান ৩টি ভারতীয় ট্রাকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। তারপর থেকে ট্রাকগুলো বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাসের অপেক্ষায় ছিল। বন্দরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পণ্য আমদানির ডকুমেন্ট আমরা সোমবার সকালে পেয়েছি। বন্দর থেকে পণ্য ছাড় করতে কাস্টমসে ডকুমেন্টস জমা দিতে হয়। কাস্টমস ও বন্দরের কার্যক্রম শেষে সন্ধ্যায় পিঁয়াজের চালানটি বন্দর থেকে ছাড় করা হয়।

1 Comments

eCOpmZAsQvJh
eCOpmZAsQvJh

Web Developer

LDXJqsmZPtvwHMC

Your Comment