বিভ্রান্তি ও গুজব এড়াতে বাজুসের আহ্বান

বিভ্রান্তিকর তথ্য বা গুজবের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, ‘বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। প্রায় ৪০ হাজার পরিবারের সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস একতাবদ্ধ। অদ্য ২৭ আগস্ট, ২০২৪ একটি প্রেস ইনভাইটেশন আমাদের দৃষ্টি গোচর হয়। প্রেস ইনভাইটেশনে অনৈতিকভাবে বাজুসের লেটারহেড প্যাড ব্যবহার করা হয়েছে। যার কোন আইনি বৈধতা নাই।’ বাজুস আরও জানিয়েছে, ‘গত ২৫ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে বর্তমান কার্যালয়ে কার্যক্রম চলমান থাকা স্বত্ত্বেও বাজুসের পুরাতন কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে সদস্যদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে। বাজুসের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বাজুসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।’ সেই সাথে বাজুস যেকোনো বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য সংগঠনটির রেজিস্ট্রার্ড কার্যালয় ‘লেভেল-১৯, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকায়’ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।

0 Comments

Your Comment