মানিকগঞ্জে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা

মানিকগঞ্জে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। বেলা বাড়ার সাথে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে মার্কেটগুলোতে। পৌর সুপার মার্কেট, ডলি প্লাজা, সিঙ্গাপুর মার্কেট, তৃপ্তি প্লাজাসহ বিভিন্ন মার্কেট রয়েছে মানিকগঞ্জে। তুলনামূলক বিক্রি কম হচ্ছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলেন কালেকশন মোটামুটি ভাল কিন্তু দাম বেশি। একটু কমদামে সাধ্যের মধ্যে ক্রয় করতে বিভিন্ন মার্কেট ঘুরে দেখছেন তারা। ঈদ উপলক্ষে অনেকে পরিবারের সকল সদস্যের জন্যও কেনাকাটা করছেন। বিক্রেতারা বলছেন ঈদের এক সপ্তাহ আগে থেকে পুরোদমে বিক্রি শুরু হবে বলে তারা আশা করছেন। তবে প্রতিদিন একটু একটু করে বিক্রি বাড়ছে বলেও জানান তারা। শনিবার সরেজমিনে দেখা যায় মার্কেটে ক্রেতা থাকলেও বিক্রি কম। নারী উদ্যোক্তা ইমেটেশন অলংকার বিক্রেতা মুশফিকা নাজমীন তৃষা জানান, জামাকাপড়, জুতাসহ সকল কিছু ক্রয় করার পর আমাদের পণ্য ক্রয় করেন ক্রেতারা। তাই আমাদের দোকানে এখনো বিক্রি জমে উঠেনি। কয়েকদিন পরেই আমাদের বিক্রি শুরু হবে। রেডিমেট গার্মেন্ট ব্যবসায়ীরা বলেন দাম বেশি হওয়ার কারণে ক্রেতারা বিভিন্ন দোকানে ঘুরছেন। দুই একদিন পর বিক্রি বেড়ে যাবে।

0 Comments

Your Comment