রোজার মাসের জন্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির এলসি (ঋণপত্র) খোলায় অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে- ‘আসন্ন রোজার মাস উপলক্ষে চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে ভোগ্যপণ্যের আমদানি সহজ করার মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পিঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের আমদানি এলসি (ঋণপত্র) খোলার ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’ এছাড়া অভ্যন্তরীণ বাজারে উল্লিখিত পণ্যসমূহের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র খোলায় অগ্রাধিকার দেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
0 Comments
Your Comment