সিলেটের সবজি বাজারে উত্তাপ

চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিলেটের সবজি বাজারের ‍উত্তাপ যেন কমছে না। কমপ্লিট শাটডাউন ওঠার পর টানা কারফিউর মধ্যে ঠিকমতো পণ্য সরবরাহ না পাওয়ায় কাঁচা বাজারের পণ্যের দাম আকাশচুম্মি। বুধবার সিলেটের বিভিন্ন বাজারে প্রতি কেজি মরিচ ৪০০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো ২০০ টাকা, শষা ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা ,মূলা ৬০ টাকা, ঢেড়স ১০০ টাকা, আলু ৭০ টাকায় বিক্রি হচ্ছে । এছাড়া, সিলেটের বাজারে মাছের যোগান কম। নগরীর ভ্রাম্যমাণ মাছ ব্যবসায়ী তুহিন আহমদ জানান, বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দর বেশি। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে জারি করা কারফিউ সাত ঘণ্টা জন্য শিথিল থাকাকালীন নগরীর রাস্তায় মানুষের চলাফেরা অনেকটা স্বাভাবিক। কারফিউ শিথিলের ফাঁকে নগরীর লোকজনকে নিজেদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে দেখা গেছে। অন্যদিকে, সিলেটের আদি ব্যবসায়ী কেন্দ্র কালীঘাটের চিত্র ছিল অনেকটা স্বাভাবিক। কালীঘাটের ব্যবসায়ী মানিক জানান, পেয়াজের পাইকারী দর ৯৪ টাকা, রসুন ১৬৫ টাকা, আদা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

0 Comments

Your Comment