সোনা রপ্তানির সুযোগ আছে

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে গোল্ড রিফাইনারি স্থাপন করার জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অভিনন্দন। গোল্ড রিফাইনারি স্থাপনের ফলে সোনা রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। তবে রপ্তানি শুরু করার আগে একটি ট্রেনিং ইনস্টিটিউট ও একটি ডিজাইন ইনস্টিটিউট স্থাপন করতে হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত জুয়েলারি শিল্প বিকাশে অর্থায়নের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল। বক্তৃতা করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি জসিম উদ্দিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আসিফ ইব্রাহিম, গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, খ্যাতনামা ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ শামস-উল-ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তাবাসসুম জামান, বাজুসের সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম, ডা. দিলীপ রায়, সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, বাজুসের ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, সমিত ঘোষ অপু, আইডিএলসি ফাইন্যান্সের হেড অব করপোরেট আতাউর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়। উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল। সভাপতির বক্তব্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আমার প্রিয় চাচা সালমান এফ রহমান বলেছেন, এখন জুয়েলারি সেক্টরের উন্নয়ন হবে। আমরা অনেকবার অনেকের সঙ্গে কথা বলেছি। কিন্তু চাচা আমাকে কথা দিয়েছেন- জুয়েলারি সেক্টরের যা যা নীতি সংস্কার দরকার, ভ্যাট, ট্যাক্সসহ যত ধরনের সমস্যা আছে, সব সমাধান করে দেবেন। উপদেষ্টা আরও একটি বিষয়ে বলেছেন, উনার সঙ্গে আমি একমত। অভ্যন্তরীণ বাজার এবং রপ্তানির নীতিমালা কিন্তু এক না। এত দিন আমরা এই বিষয়টি বিবেচনায় নিইনি। এখন আমরা বিষয়টি নিয়ে কাজ করব। তার জন্য আমাদের অভিজ্ঞতা দরকার। উপদেষ্টার মূল্যবান মতামত আমরা মাথায় রাখব। আমাদের যেসব প্রস্তাব আছে, আপনি দেখবেন। আমাদের পাশর্^বর্তী দেশগুলো কীভাবে এগিয়ে গেছে, আমরা সেই আঙ্গিকেই প্রস্তাবগুলো দেব। আমরা যেন কোনোভাবে পিছিয়ে না থাকি। আমরা নাম দিয়েছি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনাদের যদি ঠিকমতো পেট্রোনাইস না হয়, নামটা নামই রয়ে যাবে কোনো কাজ হবে না। সালমান এফ রহমান বলেন, সোনা রপ্তানিতে কী কী নীতিসহায়তা দরকার, আর অভ্যন্তরীণ বাজারের জন্য কী কী নীতিসহায়তা দরকার- এগুলো আগে ঠিক করতে হবে। আমাদের স্থানীয় বাজার শক্তিশালী করার পরই রপ্তানির পরিকল্পনা করতে হবে। রপ্তানি করার জন্য প্রশিক্ষণ লাগবে। দক্ষ জনবল দরকার। দক্ষ জনবল তৈরি করতে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তুলতে হবে।

0 Comments

Your Comment