শীতের সবজি বাজারে আসলেও কোনো পণ্যের দামেই স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই হিমশিম খেতে হচ্ছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের। তারওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে মুরগির দাম। নতুন করে ব্রয়লার ও সোনালি মুরগির দাম স্থান ভেদে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। খুচরা ব্যবসায়ীদের দাবি, তারা চাহিদা মতো মুরগি পাচ্ছেন না। রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েক দিন আগেও বিক্রি হতো ১৭০-১৮০ টাকায়। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৪০ টাকা দরে। ফলে ক্রেতাদের অনেকেই আপাতত মুরগির বাজার এড়িয়ে চলছেন। বিক্রি কমে যাওয়ায় হতাশ হয়ে পড়ছেন খুচরা বিক্রেতারা। মুরগি বিক্রেতাদের দাবি, তারা কারওয়ান বাজারসহ বিভিন্ন মার্কেট ঘুরেও কাঙিক্ষত দামে মুরগি জোগাড় করতে পারছেন না। অনেককে আবার বেশি দাম দিয়েও চাহিদার তুলনায় কম মুরগি নিয়ে ফিরতে হচ্ছে। যে বিক্রেতা ৩০০ থেকে ৩৫০ কেজি ব্রয়লার মুরগি বিক্রি করতেন, তার বিক্রি নেমে এসেছে একশ' কেজিতে। কাপ্তান বাজারের ব্যবসায়ীরা বলছেন, গত মঙ্গলবারে ওই এলাকায় নিরাপদ সড়কের দাবিতে কোনো গাড়ি দাঁড়াতে দেয়নি শিক্ষার্থীরা। এতে মুরগি না আসায় বাজারে বিরূপ প্রভাব পড়ছে। সোমবারও পাইকারিতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৮-১৬০ টাকায়, বুধবার রাতে সেই মুরগি বিক্রি হয় ২১০ টাকা কেজি দরে। সারা দেশের মুরগি কাপ্তান ও ঠাঁটারি বাজারে আসার পর এখান থেকে অন্যান্য বাজারে যায়। কিন্তু এই বাজারেই কোনো ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, এখানে ট্রাক দাঁড়াতে না দিলে একটি নির্দিষ্ট জায়গা দিতে হবে। তা না হলে ব্যবসা করা যাবে না।
0 Comments
Your Comment