পূর্বের ঘোষণা অনুযায়ী ‘সেভ বাংলাদেশ’ শিরোনামের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে আজ। তবে পরিবর্তন হয়েছে কনসার্টের ভেন্যু। রাজধানীর যমুনা ফিউচার পার্কের পরিবর্তে কনসার্টটি অনুষ্ঠিত হবে হাতিরঝিলে। ‘সেভ বাংলাদেশ’ কনসার্ট থেকে আয়ের একটি অংশ বন্যার্তদের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে। কনসার্টের টিকিট মূল্য ৫০০, ১০০০ ও ভিআইপি ১৩০০ টাকা। এতে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড আর্ক, শিরোনামহীন, আর্বোভাইরাস, জলের গান, অ্যাভয়েড রাফা, অ্যাসেজ, ওয়ারসাইট, কাকতাল এবং অ্যাডভার্বসহ আরও কয়েকটি ব্যান্ড ও মিউজিশিয়ান।
0 Comments
Your Comment