আবারও ঢাকার মঞ্চ মাতাবেন নচিকেতা

আট মাস পর ফের ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী নচিকেতা। গত বছরের মতই এবারও তিনি লাইভ কনসার্টে অংশ নেবেন। আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’। গানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’ আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে গাইবেন বাংলাদেশের জয় শাহরিয়ার। গত বছরও নচিকেতার কনসার্টে গেয়েছিলেন তিনি। নিজের শিল্পী জীবনের তিন দশক পূর্তিতে গত নভেম্বরেও ঢাকায় লাইভ কনসার্টে অংশ নেন নচিকেতা। সেই আয়োজনও করেছিল ‘আজব কারখানা’। আজব কারখানার কর্ণধার ও গায়ক জয় শাহরিয়ার জানান, সেই কনসার্টের সাফল্যের পর বাংলাদেশের অগণিত ভক্ত-শ্রোতার কথা ভেবে আবার ঢাকায় নচিকেতাকে নিয়ে আসছেন তারা। জুনের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে কনসার্টের টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, আজব কারখানা’র ফেইসবুক পেজে এর সব আপডেট জানানো হবে। ২০১৬ সাল থেকে সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী জয় শাহরিয়ারের সুর ও সংগীতায়োজনে গাইছেন দুই বাংলার জনপ্রিয় নচিকেতা। ‘হয়ত আবার’, ‘শেষ সময়’, ‘শান্তি আসুক ফিরে’, ‘বরিষণ’, ‘কেউ নেই ভালো’ গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে ‘আরেকটিবার বাঁচো’ গানটি। বাংলা গানে নচিকেতার খ্যাতি ছড়িয়ে পড়ে ১৯৯০ দশকের শুরুর দিকে। ১৯৯৩ সালে 'এই বেশ ভালো আছি' অ্যালবাম বের হওয়ার পর কলকাতার পাশাপাশি ঢাকাতেও তুমুল জনপ্রিয় হন তিনি। এরপর তার আরও ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে। মিশ্র অ্যালবামও আছে কিছু। 'নীলাঞ্জনা', 'যখন সময় থমকে দাঁড়ায়', 'অনির্বাণ', 'বৃদ্ধাশ্রম' এর মত তুমুল জনপ্রিয় গান নিয়ে আসা নচিকেতা চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। মাঝেমধ্যে স্টেজ শোতেও পাওয়া যায় তাকে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি সিনেমায় সংগীত পরিচালনার পাশাপাশি নিজেও গেয়েছেন। গান করেছেন বলিউডের সিনেমাতেও।

0 Comments

Your Comment