আসন্ন ঈদুল আজহায় মুক্তির পেতে যাচ্ছে তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ। এই তালিকায় যোগ হলো আরও এক ছবি। নায়িকা পূজা চেরী অভিনীত এ সিনেমার নাম ‘আগন্তুক’। এ খবর নিশ্চিত করেছেন সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি। তিনি বলেন, এ বছরের ভ্যালেন্টাইনে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু দরদ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি জংলি মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি। গত সোমবার ছবিটি সেন্সর পেয়েছে। সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে আলাপ করেছি। ‘আগন্তুক’ তারা প্রদর্শন করবেন। সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। জানা যায়, দুবছর আগেই এর শুটিং শেষ হয়। পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এতোদিন ‘আগন্তুক’র মুক্তি আটকে ছিল।
0 Comments
Your Comment