একসঙ্গে মঞ্চ মাতাবে নব্বই দশকের চার ব্যান্ড

ব্যান্ড তারকা প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে যে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এক মাস আগে, অবশেষে সেই আয়োজনের নতুন তারিখ এসেছে। ভেন্যু বদলে ‘ঢাকা রেট্রো’ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে আগামী ১৫ নভেম্বর। সেখানে একসঙ্গে মঞ্চ মাতাতে আসছে নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ড। এতে পারফর্ম করবেন নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট; এই কনসার্টে নতুন করে যুক্ত হয়েছেন গিটারিস্ট অনি হাসান। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনসের সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম গ্লিটজকে বলেন, “দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ভেন্যু পরিবর্তন করা হল। আশা করছি এই কনসার্টে দর্শকরা একটা সেরা অনুভূতি নিয়ে ফিরবে।" কনসার্টে আইয়ুব বাচ্চুর স্মরণে থাকবে একটি ট্রিবিউট পরিবেশনা। যেখানে ওয়ারফেজের মিজান, ডি রকস্টার শুভ, এলআরবি ব্যান্ডের পুরাতন দুজন অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। গত ১৮ অক্টোবর পূর্বাচলে ঢাকা অ্যারেনায় এই কনসার্টটি হওয়ার কথা ছিল। দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়।

0 Comments

Your Comment