চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে-বিপক্ষে যখন ফুঁসে উঠেছে গোটা দেশ, তখন সব স্তরের মানুষই সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বিশেষ করে মঙ্গলবার বিভিন্ন স্থানে সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী আহত এবং সাতজন নিহত হওয়ার ঘটনায় হতবিহ্বল দেশের মানুষ। সেই হতাশা গ্রাস করেছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকেও। অন্য তারকাদের সঙ্গে এবার কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা নিয়ে কথা বলেছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খান। বুধবার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। চলমান আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে শাকিব লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।’ অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’
1 Comments
XGTvVayrlAiZq
Web Developer
Your Comment