দরদ দিয়ে ফের প্রমাণ হলো ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তিনি বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদের বাইরেও ছবি সুপারহিট হয়। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন- এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ‘দরদ’ ছবির বিশেষ প্রদর্শনীতে একথা বলেন শাকিব। এসময় বিদেশি নায়িকাদের সাথে কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই শীর্ষ তারকা আরও বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না। যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’ উল্লেখ্য, এই অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন চিত্রনায়ক সিয়াম, পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুন, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়ার মতো জনপ্রিয় সব তারকা।
0 Comments
Your Comment