সুদর্শন মডেল ও অভিনেতা খালেদ হোসেন চৌধুরী সুজন। প্রায় দুই দশক ধরে র্যাম্প নিয়ে কাজ করছেন তিনি। এছাড়া দেশের অনেক রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যায় তাকে। কাজ করেছেন দেশি-বিদেশি সিনেমা ও বিজ্ঞাপনেও। মাঝখানে দেশের বাইরে থাকায় বিরতি কাটিয়ে ফের সরব হয়েছেন সুজন। সম্প্রতি অনুষ্ঠিত ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর প্রাথমিক বাছাই পর্বের ও চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারক ছিলেন খালেদ হোসেন চৌধুরী সুজন। তাকে দেখা গেছে ‘লিড জাজ’ হিসেবেও। এই প্রতিযোগিতায় এবার নির্বাচিত করা হয়েছে ১০ বিজয়ীকে; যারা ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এদিকে, সম্প্রতি দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন খালেদ হোসেন চৌধুরী সুজন। সব মিলিয়ে সম্প্রতি ব্যস্ততা বেড়েছে এই তারকা মডেলের। এ নিয়ে সুজন বলেন, ‘বিরতি কাটিয়ে নতুন উদ্যোমে কাজে ফিরেছি। এখন থেকে নিয়মিতই কাজ করে যেতে চাই। সদ্যই বিচারক হিসেবে ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর চলতি সিজন শেষ করলাম। এর বাইরে বিজ্ঞাপনেও কাজ করা হচ্ছে। সদ্যই দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করলাম। আরও দু’একটা কাজের কথা হচ্ছে।’ উল্লেখ্য, র্যাম্প মডেল হিসেবে দেশ-বিদেশের পরিচিতি মুখ খালেদ হোসেন চৌধুরী সুজন। পোশাক ও পণ্যর জন্যও দীর্ঘদিন ধরে কাজ করছেন সুদর্শন এই মডেল।
0 Comments
Your Comment