ফেসবুকে ফেক পেজ ইস্যুতে ডিবি অফিসে মারজুক রাসেল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও আলোচিত কবি মারজুক রাসেলের নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফেক পেজ থেকে বিভিন্ন সময় নানা ধরনের পোস্ট দেয়া হয়। সম্প্রতি দেশের আলোচিত ইস্যু কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে এ আন্দোলনের পক্ষ নিয়েও প্রচারণা চালিয়ে পোস্ট দেয়া হয়েছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকারবিরোধী নানা ধরনের পোস্ট দেয়া হয়েছে। সেসব স্ট্যাটাস-পোস্টে হাজার হাজার রিঅ্যাকশন ও মন্তব্য পড়েছে। আর সাধারণ মানুষ এবং তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন- এমনটা হয়তো অভিনেতা মারজুক রাসেল নিজেই করছেন। এদিকে ফেসবুকে ‘মারজুক রাসেল’ নামের ওই পেজটি আসলে এ অভিনেতার নয়। অন্য কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এসব কর্মকাণ্ড করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। এ ব্যাপারে অভিযোগ জানানোর জন্য রবিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। এসময় তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই আমার নাম ও ছবি ব্যবহার করে উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে যারা চেনেন, আমার লেখা, অভিনয় ও ব্যক্তিজীবন যাদের জানাশোনা- তারা ছাড়া অধিকাংশ মানুষই বিষয়টি নিয়ে কনফিউজড।

0 Comments

Your Comment