বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে : ওমর সানী

রাজধানী ঢাকার রামপুরা টেলিভিশন ভবনের পাশের একটি ভাড়া বাসায় একাই থাকতেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর। শনিবার (১৯ অক্টোবর) রাতে বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। সংগীতশিল্পী, অভিনয়শিল্পীদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক। কেউ কেউ করেছেন স্মৃতিচারণা। ওমর সানীও নিজের অনুভূতি প্রকাশ করলেন এই গায়ককে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল তার কয়েকটা গান আমার সাথে মিশে একাকার হয়েছিল। সব সময় ফোন দিত। সব সময় রাগ করে বলতাম এত রাগ অভিমান ভালো না গান কর। ও আমাকে বলত শুধুই তোমার জন্য গান করব, বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে।’ শেষে মনি কিশোরের জনপ্রিয় গানের লাইন তুলে ধরেছেন ওমর সানি। লিখেছেন, ‘কি ছিলে আমার, বলো না তুমি- আছি তো আগেরই মতো এখনো আমি।’ উল্লেখ্য, ‘কি ছিলে আমার’ গানটি ওমর সানী ও মনি কিশোরকে এক সুতায় বেঁধেছে। কেননা গানটি ব্যবহার করা হয়েছিল ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায়। যা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। গানটি দিয়ে গোটা দেশে আলোড়ন ফেলে দেন মনি কিশোর।

0 Comments

Your Comment