চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করে যাচ্ছেন নিয়মিত। শাকিব খানের নায়িকা হয়ে যেমন হিট সিনেমা উপহার দিয়েছেন, তেমনি সময়ের অন্য নায়কদের সঙ্গেও তার কেমিস্ট্রি জমজমাট দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। এবার তাকে দেখা যাবে ‘খোয়াব’ সিনেমায়। এটি নির্মাণ করছেন আবুল খায়ের চাঁদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ববি। তার বিপরীতে থাকছেন নায়ক আদর আজাদ। তিনি ছবিটিতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ছবিটি নিয়ে পরিচালক আবুল খায়ের চাঁদ বলেন, ‘খোয়াব অ্যানথ্রোপলজি সিনেমা। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা। এর মূল নাম জীবন জুয়া। খোয়াব পর্বে আদর-ববি অভিনয় করছেন। তারা খুব ভালো কাজ করছেন।’ আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে এসে নানা পরিবর্তন হয়। এই সিনেমায় নামের সঙ্গে চরিত্রের গভীর একটা সম্পর্ক আছে। সিনেমাটিতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে গেটআপে পরিবর্তন আনতে হয়েছে।’ অন্যদিকে নায়িকা ববি বলেন, ‘আমি সব সময়ই নারী কেন্দ্রীক ছবিতে অভিনয়ে প্রধান্য দেই। আমার অতীতের রেকর্ডও সেটাই বলে। এই ছবিতেও নিজেকে সেভাবে উপস্থাপন করতে যাচ্ছি।’ ববি আরও বলেন, ‘সব কিছু ঠিক থাকলে আগামী ২ জানুয়ারি অস্ট্রেলিয়া আমার বোনের কাছে যাবো। আর ফিরবো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরপর হাতে থাকা অন্যান্য কাজগুলো শুরু করবো।’ উল্লেখ্য, ‘খোয়াব’ সিনেমাটিতে গল্পের হিরো চিত্রনায়ক সাঞ্জু জন। এতে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, বাপ্পি আশরাফ প্রমুখ।
10 Comments
lcjGgtIpnrfmh
Web Developer
gfuPqFwKyTdkOx
Web Developer
XFqYHCQJbRZGfi
Web Developer
FUXQVKqPYy
Web Developer
OGyVntXZHvRPqWc
Web Developer
UgWpvCsjZobHt
Web Developer
YONHvmfgLIzJP
Web Developer
GCEqISFmDlgsBiX
Web Developer
kiMYwOGdpaJZtxFX
Web Developer
wTYUtabPl
Web Developer
Your Comment