বাংলাদেশের সঙ্গে আবেগের সম্পর্ক ভেঙে যাওয়ায় কষ্ট পেয়েছি : মিঠুন চক্রবর্তী

বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আবেগের সম্পর্ক রয়েছে। কিন্তু সেই বাংলাদেশের এই পরিস্থিতি হবে, তা কল্পনাই করতে পারেননি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা ও বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। নিজের মুখেই সে কথা স্বীকার করেছেন মিঠুন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার পশ্চিমবঙ্গের পান্ডুয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, পশ্চিমবঙ্গের ভেতরে বা বাইরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের সাথে একটা আবেগ কাজ করে এবং সেই আবেগ সকলেরই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকেরই বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশে এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। বাংলাদেশের সঙ্গে যে আবেগের সম্পর্ক রয়েছে, সেটা ভেঙে যাওয়ায় খুব কষ্ট পেয়েছেন বলেও জানান মিঠুন। কিন্তু তারপরে সে দেশের বিভিন্ন পেশার মানুষরা যে যেরকম পারছে, সেরকম মন্তব্য করছেন, সেটাও আমি শুনছি। বাংলাদেশের উদ্দেশে তিনি বলেন, একটা কথা আমি বলতে পারি যে ভারতকে আন্ডারস্টিমেট করার কোনো কারণ নেই। ভারতকে আন্ডারস্টিমেট করবেন না। বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দিয়েছেন সিনিয়র এই অভিনেতা এবং রাজনীতিবিদ। তিনি বলেন, বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গকে শিক্ষা নিতে হবে। আমরা যদি সকলে মিলে একত্রিত হয়ে না লড়াই করি তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এটা নিশ্চিত। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভুয়া আধার কার্ড, ভুয়া পাসপোর্ট উদ্ধার নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে যে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার হচ্ছে, এর দায় সরকারের। তাছাড়া ভুয়া আধার, ভুয়া পাসপোর্ট উদ্ধার নিয়ে আমি অনেক আগেই সতর্ক করেছি।

0 Comments

Your Comment