ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে এবার যুক্ত হয়েছে বাংলায় ডাবিংকৃত কোরিয়ান ধারাবাহিক ‘মিস্টার কুইন।’ শুধু তাই নয়, বায়োস্কোপের নতুন এই আকর্ষণে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি শাওন ও টয়া! দেশের কে-ড্রামাপ্রেমীদের জন্য ইতোমধ্যে বাংলায় ডাবিং করা ‘দ্য টেল অব দ্য নাইন-টেইলড’ ও ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’র মত কে-ড্রামাগুলো বায়োস্কোপের দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে। এবার ‘মিস্টার কুইন’ সিরিজটিতে দর্শকরা খুঁজে পাবেন চলতি সময়ের একজন আধুনিক শেফের গল্প, যে হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে নিজেকে বহু শতাব্দী আগের একজন রানীর বেশে আবিষ্কার করে। বাংলা সংলাপসহ এই রোমান্স ও কমেডি ভরা সিরিজটি আগ্রহী দর্শকরা এখনই বায়োস্কোপের পর্দায় উপভোগ করতে পারবেন। তারকা দম্পতি টয়া ও শাওনের কণ্ঠে ‘মিস্টার কুইন’ -এর মূল চরিত্রগুলো আরো বেশি প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সিরিজের ৫টি করে নতুন পর্ব যুক্ত হবে বায়োস্কোপে। দেশজুড়ে কোরিয়ান ড্রামার ভক্তরা যেকোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর ব্যবহার করে জনপ্রিয় ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন।
1 Comments
saPQGrgvHwz
Web Developer
Your Comment