মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন মেহজাবীন-তাসনিয়া ফারিণ

সারা বিশ্বেই ছড়িয়ে আছে আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত। বাংলাদেশেও আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা একেবারে কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গলা ফাটাতে দেখা যায় শোবিজ তারকাদেরও। এবার মেসি ও আর্জেন্টিনার খেলা দেখতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। মেটলাইফ স্টেডিয়ামে বসে তারা উপভোগ করেছেন চিলির বিপক্ষে মেসিদের জয়। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় আর্জেন্টিনা ও চিলির খেলা। খেলা শুরুর নির্দিষ্ট সময়ের বেশ আগেই মেহজাবীন ও ফারিণ পৌঁছে যান স্টেডিয়ামে। অনেক ছবিও তুলেছেন আলাদা ও একসঙ্গে। খেলা শুরুর আগে তাসনিয়া ফারিণ গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলে সেটির ক্যাপশন লেখেন, ‘নেভার আরলি ফর মেসি’। আর মেহজাবীন ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আজকে কে জিততে পারে?’ তবে প্রথমবার গ্যালারিতে বসে মেসিদের খেলা দেখে নিরাশ হতে হয়নি মেহজাবীন ও ফারিণকে। চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা।

1 Comments

RDIJbSwQgv
RDIJbSwQgv

Web Developer

CgHvfUNAzVsItFx

Your Comment