জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ যাচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি)। বর্তমানে সিনেমাটি দেখান হচ্ছে মিশরের কায়রোর চলচ্চিত্র উৎসবে। কায়রো থেকে ভারতের চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরের 'সিনেমা অব দ্য ওয়ার্ল্ড' বিভাগে দেখান হবে ‘প্রিয় মালতী’। সিনেমার প্রযোজনা সংস্থা চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের গোয়ায় আগামী ২০ নভেম্বর এ চলচ্চিত্র উৎসব শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সেখানে 'প্রিয় মালতী' দেখানো হবে ২৭ নভেম্বর। এবার এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত, চিত্রনাট্য লিখেছেন শঙ্খ ও আবু সাইদ রানা। সিনেমায় মধ্যবিত্ত লড়াকু এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তিনি বলেন. 'তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে। ভারতের ফেস্টিভ্যালে যাচ্ছে, এটা খুবই আনন্দের। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।
0 Comments
Your Comment