শাকিলা জাফরের ছেলের সঙ্গে বাগ্‌দান হলো নন্দিতার

প্রখ্যাত সংগীতশিল্পী শাকিলা জাফরের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতার। এরই মাঝে সম্পন্ন হলো বাগ্‌দান। সম্প্রতি অনামিকা আঙুলে আংটি পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নন্দিতা লিখেছেন, ‘এই আংটি পেলাম।’ বাগদানের খবর প্রকাশ করতেই অভিনন্দন আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন গায়িকা। এরই মধ্যে নন্দিতাকে অভিনন্দন জানিয়েছেন, সংগীতশিল্পী আঁখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক, অভিনেত্রী ঐন্দ্রিলাসহ আরও অনেকে। বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেও বিয়ের পাত্রের পরিচয় প্রকাশ করেননি নন্দিতা। তবে জানা গেছে, জনপ্রিয় সংগীত শিল্পী শাকিলা শর্মার একমাত্র ছেলে মুফরাতের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে নন্দিতার। আগামী ১ মার্চ ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ফরিদপুরের বাসিন্দা নন্দিতা মুন্সিগঞ্জে পড়াশোনা করেন। অবশেষে, ছায়ানট-এ গানের জগতে প্রবেশ করার আগে তিনি ঢাকার সিটি কলেজে ভর্তি হন। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে থাকাকালীন, নন্দিতা ২০১৩ সালে ‍‍‘বাংলাদেশ আইডল‍‍’ রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন, শীর্ষ দশ থেকে সপ্তম স্থান অধিকার করেছিলেন।

0 Comments

Your Comment