থিয়েটার (আরামবাগ) শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করলো দলটির দর্শকনন্দিত নাটক "নিখাই"। এটি দলের ৩৪তম প্রযোজনার নাটক। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটকটি। ব্রিটিশ শাসনামলের একটি স্টিমার ঘাটকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনী। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন গাজী রাকায়েত। নাটকের গল্পে নানা ধরনের লোকের আনাগোনা। স্টিমার ঘাটটিতে স্থায়ীভাবে কেউই থাকে না। কিন্তু এক বৃদ্ধ ১০ বছর ধরে এ ঘাট আঁকড়ে পড়ে থাকেন। রাতবিরাতে এ ঘাটে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায়। একদিন হঠাৎ মাঝরাতে এক ব্রিটিশ দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির হন। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরি। কিন্তু কোনো মাঝি না পাওয়ায় অপেক্ষা করতে হয় তাদের। এরপর একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যকর্মীরা।
0 Comments
Your Comment