সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে তহবিল সংগ্রহে এই সময়ের তরুণ তিন সঙ্গীতশিল্পীকে নিয়ে আয়োজিত হচ্ছে 'উৎস সন্ধ্যা ২০২৪' শিরোনামের একটি গানের অনুষ্ঠান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে শুক্রবার বসবে গানের এই আসর। 'উৎস সন্ধ্যা ২০২৪' এর আয়োজন করছে উন্নয়ন সংস্থা ‘উৎস বাংলাদেশ’। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাহবুবা মাহমুদ বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে তহবিল সংগ্রহের লক্ষ্যে এই অনুষ্ঠান। এই আয়োজন থেকে পাওয়া অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ব্যয় করা হবে।" অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ঋতুরাজ বৈদ্য, সানজিদা মাহমুদ নন্দিতা ও মাশা ইসলাম। টিকেট পাওয়া যাচ্ছে 'টিকিফাই'-এ।
0 Comments
Your Comment