বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কয়েক দিন আগেই একটি ভিডিও ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এই অভিনেত্রী। সোমবার মধ্য রাতে হঠাৎ করেই নিজের ফেসবুক পেজে লাইভে এসে চরম আতঙ্ক ছড়ান সাদিয়া আয়মান। একটি কালো ছায়াকে ঘিরে তার আচার-আচরণে ভক্তদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়ে। এই ভিডিও দেখার পর ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন। অনেকেই ধারণা করেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে, এর কিছুক্ষণ পরই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন। মূলত লাইভে এসে আতঙ্ক ছড়ানোর পুরো বিষয়টিই ছিল ওই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। তবে, সিনেমা প্রচারের এমন কৌশলকে ভালোভাবে নেননি নেটিজেনরা। এই ঘটনায় বেশিরভাগ মানুষ সাদিয়া আয়মানের ওপর ক্ষেপেছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন সাদিয়া আয়মান। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন বিষয়ে আরও সতর্ক হবেন বলে জানান তিনি। সাদিয়া বলেন, দীপ্ত প্লে এর আগেও একটা প্রজেক্ট এমন লাইভ করে এবং তাতে বেশ সাড়া পায়। কিন্তু আমাকে যখন এ বিষয়ে অফার করা হয়, বললাম এটা না করি। এটাতো সেন্সেটিভ ইস্যু, তাদের প্ল্যানটা আরও ইনটেন্ট ছিল- কবরস্থান মিলিয়ে কিছু করা। বললাম, এ থেকে বেটার কিছু করি। তারা বললো লাইভে কিছু করি, যেহেতু আমাদের গল্পটা এমন। আমার ফিল্মের গল্পটা হচ্ছে, আমাকে কেউ একজন ফলো করছে, আমি ওখানে যাচ্ছি সেখানে দেখছি ওই মানুষটাকে। এভাবেই আমার ফিল্মের গল্পটা।
0 Comments
Your Comment