স্পর্শকাতর বিষয়ে ভবিষ্যতে আরও দায়িত্বশীল থাকবো : সাদিয়া আয়মান

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কয়েক দিন আগেই একটি ভিডিও ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এই অভিনেত্রী। এর মধ্যে গেল সোমবার মধ্য রাতে ফেসবুকে সাদিয়া আয়মানের এক লাইভ ভিডিও নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি কালো ছায়াকে ঘিরে তার আচার-আচরণে ভক্তদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়ে। এই ভিডিও দেখার পর ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন। পরে জানা যায়, পুরো ঘটনাই নাকি ছিল তার নুতন ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। এ তথ্য জানার পর অনেকেই সাদিয়ার সমালোচনা শুরু করেন। সিনেমার প্রচারের জন্য এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কতটা নৈতিক, সে প্রশ্নও তোলেন অনেকে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাদিয়া আয়মান। শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘আশা করি প্রিয়জনের সাথে ভাল আছেন। দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কন্টেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার উপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’ তিনি লিখেন, ‘আপনারাই আমার ভালবাসার জায়গা, তাই মনে হলো কিছু আলোচনা বা আমার অনুভূতি আপনাদের সাথেই শেয়ার করি। একটি প্রোডাকশন যখন তৈরি হয়, আপনাদের জন্য আমরা মনপ্রাণ দিয়ে পারফর্ম করি, তবে কি অভিনয় করবো, কি ডায়লগ হবে তা চূড়ান্ত করেন পরিচালক, প্রযোজক বা নির্মাণ সংশ্লিষ্ট সকলে মিলে, এটা শিল্পীদের মনগড়া হওয়ার সুযোগ থাকে না। আবার রিলিজের সময়েও চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করেন দর্শককে জানানোর জন্য। আমরা শিল্পীরা মন খুলেই প্রমোশনে অংশ নেই- যেমনটি অনেক কষ্ট করে শ্যুটিং শেষ করি। কনটেন্ট শ্যুটিং থেকে শুরু করে রিলিজের আগ পর্যন্ত টিমকে কো অপারেট করা একজন শিল্পীর দায়িত্ব।’

0 Comments

Your Comment