হত্যারহস্য নিয়ে ওয়েব ফিল্ম ‘সেকশন ৩০২’

খুনখারাবি আর রহস্যের গল্পে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘সেকশন ৩০২’। দুইটি পর্বে প্রচার হবে এই সিরিজ; প্রথম পর্বের নাম ‘আয়নামহল’। এই পর্ব মুক্তি পাচ্ছে আজ শুক্রবার। সিরিজের পরিচালক রিয়াদ মাহমুদ বলেন, 'সেকশন ৩০২' সাসপেন্সে ভরপুর। এটা মূলত মার্ডার মিস্ট্রি ধাঁচের কাজ। তবে এতে দর্শক অনেক কমেডিও খুঁজে পাবে। চরিত্রগুলোও খুবই ইন্টাররেস্টিং। শাহাজাদা শাহেদের গল্প ও চিত্রনাট্যে সিরিজে অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার, নীল হুরেজাহান, নিশাত প্রিয়ম, জিল্লুর রহমানসহ অনেকে। সিরিজের গল্প নিয়ে মাহমুদ বলেন, ‘আয়নামহল’ পর্বে দেখা যাবে এক ব্যবসায়ী হত্যার ঘটনায় পুলিশ সিরিজের প্রধান চরিত্র মনিরকে গ্রেফতার করে। তবে মনিরই প্রকৃত হত্যাকারী কি না সেটা পুলিশ শনাক্ত করতে পারে না। কারণ অপরাধী কোনো ক্লু রেখে যায়নি। এ ধরনের রহস্যের জালে জড়িয়ে আছে এই গল্পে। সিরিজের পাত্রপাত্রী নিয়ে পরিচালক বলেছেন, মনির চরিত্রে অভিনেতা প্রান্তরকে দেখা যাবে ডেলিভারি বয় হিসেবে, আর এসআই সুলতানা চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। প্রত্যেকেই দারুণ করেছেন। দর্শকের পছন্দ হবে। পরিচালক মাহমুদ জানিয়েছেন, প্রথম পর্ব মুক্তির পর শিগগিরই ‘সেকশন ৩০২’র দ্বিতীয় পর্বের দৃশ্যধারণের কাজে হাত দেবেন তিনি।

0 Comments

Your Comment