গাইবান্ধার সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া বৃদ্ধা জবা রানীর (৭৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম। এরআগে শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের ১নং ওয়ার্ডের কর্ণিপাড়ার নিজ বাড়িতে দগ্ধ হন তিনি। পরে রাতেই মারা যান জবা রানী। নিহত জবা রানী কর্ণিপাড়ার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী। প্যানেল মেয়র ও প্রতিবেশীরা জানায়, স্বামীর মৃত্যুর পর থেকে নিঃসন্তান জবা রানী নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। তীব্র শীত থেকে রক্ষা পেতে রাতে বাড়ির আঙিনার চুলায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন তিনি। এসময় খড়ের আগুন কাপড়ে লেগে ওই বৃদ্ধা দগ্ধ হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন তারা। পরে শুক্রবার রাতেই মারা যান জবা রানী।
0 Comments
Your Comment