মাত্র ৮ মাসে কোরআনে হাফেজ হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জের ৮ বছরের শিশু আহমাদ আওসাফ আলভী। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামের শিক্ষক দম্পতি আবদুল জাবিদ ও ফারজানা খানমের ছেলে। আলভী ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থেকে কোরআন হিফজ করেছে। এছাড়া সে ফেঞ্চুগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে অধ্যয়ন করছে। আলভীর বাবা আবদুল জাবিদ জানান, মাত্র ৮ মাস অধ্যয়ন করে সে কোরআনে হাফেজ হয়েছে। গত সোমবার রাতে মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে আলভীর মাথায় পাগড়ি পরিয়ে দেন তার ওস্তাদরা।
0 Comments
Your Comment