ইউরোপ যাওয়ার ৩৯ দিন পর লাশ হলেন নাঙ্গলকোটের মহিন

স্বপ্ন নিয়ে ইউরোপ যাওয়ার ৩৯ দিন পর লাশ হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের মহিন উদ্দিন সাগর (৪২)। ইউরোপের দেশ মাল্টায় বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৯টায় নিজ বাসায় হৃদরোগে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। মহিন উদ্দিন সাগর উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের ক্বারী বাড়ির জাকির হোসেনের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, মহিন উদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে দেশে বিভিন্ন চাকরি ও ব্যবসা করেন। সফল হতে না পেরে অনেক স্বপ্ন নিয়ে চলতি বছরের পহেলা নভেম্বর প্রায় ১৩ লাখ টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টায় পাড়ি জমান। শনিবার (৯ ডিসেম্বর) ছুটির দিনে বাড়িতে পরিবারের লোকদের সাথে কথা বলার পর একই রুমে থাকা অন্যদের সাথে দুপুরের খাবার খেতে বসেন। এসময় তিনি হঠাৎ ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। মহিন উদ্দিন সাগরের মাহিন নামে ৫ বছর বয়সী পুত্র ও মাইশা নামে আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, মহিন উদ্দিন সাগর খুব ভালো মানুষ ছিলো। কিছুদিন হলো জীবিকার তাগিদে ইউরোপে গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আমাকে মৃত্যুর খবর জানিয়েছে। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

2 Comments

vwVGXKEAeLjk
vwVGXKEAeLjk

Web Developer

yJxwKZobjFSiWIHc
mLUbzOej
mLUbzOej

Web Developer

ZEGMCTLznsqmPWOx

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news