ইফতার করতে বাসায় ফেরা হলো না সাইফুলের

বাড়ি ফিরে ইফতার করা হলো না সাইফুল ইসলামের (৩৫)। সড়ক কেড়ে নিল তার প্রাণ। সাইফুল ফেনী এসেছিলেন ব্যবসার কাজে। কথা ছিলো ফিরে গিয়ে পরিবারের সবার সাথে ইফতার করবেন। কিন্তু তা আর হলো না। শুক্রবার ইফতারের একটু আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। কুমিল্লার চৌদ্দগ্রাম অভিমুখী সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। নিহত সাইফুলের বাড়ি চাঁদপুরে। তিনি মতলব উপজেলার কালী আইশ গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। পরিবারের অন্যদের সাথে থাকতেন কুমিল্লার চৌদ্দগ্রামে। সাইফুলের বড় ভাই মাসুদ জানান, ইফতারের কিছুক্ষণ আগে খবর পান তার ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সাইফুলের মৃতদেহ ফেনী জেনালের হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় সিএনিজ চালক মো. রাসেল (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফেনী জেনালের হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রুহুল মোহসেন সুজন সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news