এবার ফিলিস্তিনিদের জন্য অনুদান স্থগিতের ঘোষণা দিল জাপান

এবার ফিলিস্তিনিদের জন্য সাময়িকভাবে অনুদান স্থগিতের ঘোষণা দিল জাপান। গাজার ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ- এর কয়েকজন কর্মীর বিরুদ্ধে ইসরায়েল ৭ অক্টোবর হামলায় সম্পৃক্তার অভিযোগ তোলার পর পশ্চিমা দাতা দেশগুলো অনুদান স্থগিতের ঘোষণা দেয়। এই তালিকায় যোগ দিল এবার এশিয়ার দেশ জাপান। এর আগে যেসব দেশ অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে সেগুলো হল- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং এস্তোনিয়া। জাপানের পররাষ্ট্র প্রেস সচিব কোবায়াশি মাকি এক বিবৃতিতে জানিয়েছেন, “ইউএনআরডব্লিউএ- গাজার প্রতিটি বাসিন্দাকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় ইউএনআরডব্লিউএ কর্মীদের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জাপান অত্যন্ত উদ্বিগ্ন।” তবে বিবৃতিতে জাপান জানায়, দেশটি ইউএনআরডব্লিউএ-এর এই অভিযোগের তদন্তকালীন তহবিল স্থগিত রাখলেও গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news