দখল-দূষণে মরছে তিতাস

বৈচিত্র্যময় বাংলার অন্যতম নদ তিতাস। এই তিতাস নদকে ঘিরে রচিত হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’। অথচ সেই তিতাস নদ এখন মরা খালে পরিণত হয়েছে। অবৈধ দখল আর দূষণের ফলে রূপলাবণ্য হারিয়ে নদটি এখন পুরোপুরি অস্তিত্ব সংকটে। নাব্য হারিয়ে নদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠায় তা এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। এতে করে নদকে ঘিরে জীবিকা নির্বাহীরা তাদের জৌলুস হারিয়েছেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নদীর নাব্য ফেরাতে খননের কাজ চলছে। দ্রুতই নদী দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

1 Comments

lCEKhwXcrWbe
lCEKhwXcrWbe

Web Developer

GoUrpmTPCaAzqYw

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news