দখলের জমি মন্ত্রীকে উপহার!

রূপগঞ্জের নাওড়ায় দখলের জমি উপহার দেওয়া হয়েছে এক মন্ত্রীকে। লাগানো হয়েছে মন্ত্রীর কোম্পানির সাইনবোর্ড। আদালতের নিষেধাজ্ঞা থাকা এই জমিতে মন্ত্রীর প্রতিষ্ঠানের সাইনবোর্ড নিয়ে রূপগঞ্জে চলছে তোলপাড়। গত ৩০ ডিসেম্বর সরকারি গাড়ি ব্যবহার করে প্রভাবশালী ওই মন্ত্রীর গানম্যান ও সরকারি স্টাফদের নিয়ে সাইনবোর্ড স্থাপনের পর থেকেই হতবাক এলাকাবাসী। ভুক্তভোগীরা বলছেন, আমরা জমি বিক্রি করিনি। আমাদের জমি রংধনুর রফিক কীভাবে মন্ত্রীকে উপহার দেয়? শুধু তাই নয়, জমি দখলের আগে জমির মালিকের তিন তলা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে রংধনুর রফিক। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় একটি পক্ষের সঙ্গে সরকারের প্রভাবশালী ওই মন্ত্রীর জমি ব্যবসায় জড়ানো নিয়ে খবর ছিল। তবে ওই মন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জের নন। এমনকি ঢাকা বিভাগেরও নন। খবর নিয়ে জানা গেছে, প্রভাবশালী এই মন্ত্রীর বাড়ি চট্টগ্রামে। তথ্যানুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া মৌজার জেএল ১১০ এ আরএস খতিয়ান নম্বর ১৯০, ১৯১ ও আরএস দাগ ৭৬৩, ৭৬৪, ৭৫৮ তিন দাগে ৯৫ শতাংশ জমি রয়েছে। জমির মালিক রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের আবুল হোসেন। ৯৫ শতাংশ জমির ওপর বাড়ি নির্মাণের জন্য সম্মিলিতভাবে মাটি ভরাট করেছিল তার ছেলে ও মেয়েরা। সেই জমিতে নজর পড়ে কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের। ওই জমি দখল করতে না পেরে জমির মালিক কায়েতপাড়া ইউনিয়নের আবুল হোসেনের তিন তলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয় রফিক ও তার সন্ত্রাসীরা। প্রাণভয়ে বাড়িছাড়া হয় ভুক্তভোগী পরিবার। এর পরই ৯৫ শতাংশ জমি দখল করে নেয় রফিক। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম এ জমিটি মন্ত্রীকে উপহার দিয়েছে বলে জানা গেছে। রফিকের দেওয়া উপহারের জমিতে নিজ প্রতিষ্ঠান বিসমিল্লাহ মেরিন সার্ভিসের নামে এই সাইনবোর্ড লাগিয়েছেন মন্ত্রীর লোকজন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news