রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে ঘুমের মাঝে তিনি মারা গেছেন। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবুও মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলেও জানান ওসি। রামপুরা থানার ওসি আতাউর আরও বলেন, অনেক বছর আগে তার স্ত্রীর সঙ্গে কণ্ঠশিল্পী মনি কিশোরের বিচ্ছেদ হয়েছিল। তার একটি মেয়ে রয়েছে। মেয়েটি যুক্তরাষ্ট্রে থাকেন। জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর সবচেয়ে জনপ্রিয় গান ‘কী ছিলে আমার বলো না তুমি...।’
0 Comments
Your Comment