পোষা কুকুরকে হত্যাচেষ্টার ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

পোষা কুকুরকে হত্যাচেষ্টার ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ (জিডি) করেছেন আহত কুকুরের মালিক। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড উখিয়ার ঘোনা টিলা পাড়া এলাকায় ওই কুকুরকে কুপিয়ে আহত করা হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা টিলা পাড়ার মোহাম্মদের ছেলে জিল্লুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আহত কুকুরের মালিক নুরুল ইসলাম। এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, অভিযুক্ত জিল্লুর রহমান আমার প্রতিবেশী। আমার পোষা কুকুরের সঙ্গে তাদের পোষা কুকুরের বিবাদের জেরে তিনি আমার কুকুরতে দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। তিনি বলেন, খবর পেয়ে আহত কুকুরকে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাই। পোষা প্রাণীকে কুপিয়ে জখম করায় অভিযুক্ত জিল্লুর রহমানের উপযুক্ত শাস্তি দাবি করছি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, থানা থেকে দূরে আছি। অভিযোগের বিষয়টি জানি না। তবে এমনটি হয়ে থাকলে খুবই দুঃখজনক। থানায় এসে বিষয়টি জেনে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news