প্রেমের টানে চট্টগ্রামে শ্রীলঙ্কার তরুণী

এবার প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এসেছেন শ্রীলঙ্কার এক তরুণী। ফটিকছড়ির এক যুবকের সঙ্গে দুবাইয়ে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সর্বশেষ শুক্রবার নগরীর জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ মোরশেদ। দু-তিন বছর আগে দুবাইয়ে চাকরি সূত্রে শ্রীলঙ্কান তরুণী ফাতিমা ফাজলা পচলার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে উপলক্ষে পচলা ও তার পরিবার বাংলাদেশে এসেছে। এ দম্পতিার বিবাহ নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা দিদারুল আলম বলেন, উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়। ফাতিমা ফাজলা চপলার বাবার নাম মোহাম্মদ রাজাব ও মাতার নাম ফাতিমা ফিয়াজা। তার পাসপোর্ট নম্বর-এন৬৯২৪৫৪১। তার জাতীয়তা শ্রীলঙ্কান।’ মো. মোরশেদের ভাই মো. রাকীব বলেন, ভাবীর বাড়ি শ্রীলঙ্কায়, দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা। ভাই-ভাবী সুখেই আছেন। দুই পরিবারের স্বজন ও আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news