বসুন্ধরার ইফতার পেয়ে খুশি শ্রমজীবীরা

বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে সড়কের পাশে রিকশা দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ক্লান্ত রিকশাচালক মকবুল। হঠাৎ পেছনে এসে দাঁড়ায় ইফতার বোঝাই বসুন্ধরা গ্রুপের একটি পিকআপ ভ্যান। মকবুলসহ আশপাশের সব রিকশাচালকের হাতে তুলে দেওয়া হয় ইফতারির বক্স ও পানি। রমজানের বিকালে আকস্মিক এমন উপহারে খুশির ঝিলিক দেখা যায় মকবুলের চোখেমুখে। ইফতার হাতে পেয়ে রিকশাচালক মকবুল বলেন, আমাদের মতো গরিবের দিকে কজনইবা তাকায়। গত বছরও বসুন্ধরা গ্রুপ আমাদের ইফতার দিয়েছে। এ বছরও দিচ্ছে। আল্লাহতায়ালা এর পুরস্কার দেবেন। তিনি বলেন, প্রথম রোজা থেকে বসুন্ধরা গ্রুপ নির্দিষ্ট কিছু জায়গা থেকে প্রতিদিন ইফতার দিচ্ছে বলে অন্য রিকশাচালকদের কাছে শুনেছি। ভাড়া থাকায় সব দিন ইফতার নিতে আসতে পারি না। আজ (গতকাল) রাস্তায় দাঁড়িয়ে থেকেই পেয়ে গেলাম।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news