জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে তিন দিনের সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। গতকাল সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূতের ভূ?মিকার অংশ হিসেবে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ১৮-২১ মার্চ বাংলাদেশ সফর করবেন। ওই সফরে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদেরও ক্রাউন প্রিন্সেসের সঙ্গে বাংলাদেশ সফর করবেন। ক্রাউন প্রিন্সেসের এ সফরের উদ্দেশ্য হবে বাংলাদেশ যে উন্নয়নের যাত্রা করেছে সে?টি দেখা।
0 Comments
Your Comment