বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি (ইভি) ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে ইভি আসতে শুরু করেছে। তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ব্যাটারিচালিত এই যানের ভবিষ্যৎ অন্ধকার। কারণ যানটি ব্যবহারে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। বিশেষজ্ঞরা জানান, অপর্যাপ্ত চার্জিং, ব্যাটারি জটিলতা, ব্যাটারি সংক্রান্ত নিরাপত্তার ঝুঁকি, ধীরগতির চার্জিং, অবকাঠামোগত চ্যালেঞ্জ, ব্যাটারির প্রক্রিয়াকরণ জটিলতা, বিদ্যুতের ওপর চাপ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রয়ক্ষমতা ও দুষ্প্রাপ্যতার জন্য বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির বাজার নিয়ে খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি আমদানি শুরু হলেও এখনো দেশে বৈদ্যুতিক গাড়ির জন্য তেমন চার্জিং স্টেশন চালু হয়নি। রাজধানীসহ সারা দেশে এই চার্জিং স্টেশনের সংখ্যা হাতেগোনা। আবার এই গাড়ি শুধু বাসা বা নির্দিষ্ট স্থানেই চার্জ করতে হবে। ফলে ভ্রমণে বা দূরপাল্লার কোথাও বের হওয়ার আগে থেকেই সড়কের দূরত্ব নিয়ে ব্যবহারকারীকে হিসাব করতে হবে। আর সড়কে পর্যাপ্ত চার্জিং স্টেশন না থাকায় এই যান নিয়ে দূরপাল্লার ভ্রমণ অসম্ভব। ফলে বৈদ্যুতিক গাড়ি নিয়ে সীমিত পরিসরে ভ্রমণ করা যাবে। বলা যায়, শুধু সিটিতে, অর্থাৎ ব্যবহারকারী যে শহরে বাস করছেন সেখানেই ব্যবহার করতে হবে। কেননা, দূরে ভ্রমণের সময় গাড়ির চার্জ শেষ হয়ে গেলে বেশ বিড়ম্বনায় পড়তে হবে। আবার ইভি ব্যবহারে প্রয়োজন হয় ভারী ও বড় আকারের ব্যাটারির। ভারী ব্যাটারি যেমন গাড়ির ওজন বাড়ায়, তেমনই এই ব্যাটারি নষ্ট হয়ে গেলে নতুন সংযোজন করতে খরচও অনেক বেশি, যা আর্থিক সীমাবদ্ধতার ওপর বাড়তি চাপের কারণ হতে পারে।
0 Comments
Your Comment