ওড়িশায় জাজপুরে দুর্ঘটনার মুখে পড়ল পুরী থেকে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস। সোমবার রাতে স্থানীয় বারবাটি সেতু থেকে পড়ে যায় বাসটি। রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দুর্ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে তোলার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন নবীন। নিজের এক্স (আগের নাম টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এ ছাড়াও, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। খবর পেয়েই পুলিশ এবং ফায়ার সার্ভিস বারবাটি সেতুর কাছে পৌঁছে যায়। শুরু হয় উদ্ধারের কাজ। আহতদের ১০টি অ্যাম্বুলেন্সে স্থানীয় ধর্মশালা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের কটকের এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
0 Comments
Your Comment