মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মিশিগানের ওয়ারেন সিটিতে সড়ক দুর্ঘটনার নিহত হয়েছেন সিলেটের ব্যবসায়ী জাহাঙ্গীর আলী সাজু (৫০)। তার জানাজা ২৭ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে ডেট্রয়েট সিটির মসজিদুন নূরে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ওয়ারেন সিটির রায়ান রোডে বিপরীত দিক থেকে অতিরিক্ত গতিতে আসা আরেক গাড়ি সজোরে ধাক্কা দেয় সাজুকে বহনকারী গাড়িকে। মারাত্মক আহত সাজু, তাঁর মেয়ে সানজিদা মুমু ও ছেলে শাহজাহান তামিমকে হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সংবাদদাতা আশিক রহমান জানান, আহত সানজিদা মুমু'র(২৫) শারীরিক অবস্থা আশংকাজনক। তবে ছেলে শাহজাহান তামিম(২২) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাবার জানাজায় অংশগ্রহণ করেন। সিলেটের পৌরবিপণীর ব্যবসায়ী কাচঘরের মালিক সাজু ৪ বছর আগে স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। নিহত ব্যবসায়ী সাজুর বাড়ি সিলেটের আম্বরখানার বড় বাজারে। অপরদিকে দুর্ঘটনার জন্যে দায়ী গাড়ির ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করেছে। সেও সিলেটেরই বাসিন্দা। ২৭ ফেব্রয়ারি জানাজার নামাজ শেষে নিহতের স্ত্রীর খালাতো ভাই ইসফা ইসলাম জানিয়েছেন, আজকেই সাজুর লাশ নিউইয়র্ক হয়ে আগামী ৩ মার্চ শনিবার বাংলাদেশ পৌঁছাবে এবং ঐদিনই তাকে সিলেট শহরেই দাফন করা হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news